কক্সবাজার জেলা প্রতিনিধি,
র্যাব-১৫ কক্সবাজারের সদর থানাধীন সুগন্ধা পয়েন্টের ঝাউবন এলাকায় অভিযান পরিচালনা করে পর্যটকদের টার্গেট করা একটি ডাকাত/ছিনতাইকারী চক্রের ৪ সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে।
র্যাব-১৫ জানায়, চলমান পর্যটন মৌসুমে কক্সবাজারে বেড়াতে আসা দেশি-বিদেশী পর্যটকদের লক্ষ্য করে একাধিক অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত হওয়ার আশঙ্কা ছিল। গোপন তথ্যের ভিত্তিতে ১৪ নভেম্বর রাতে সুগন্ধা পয়েন্টের ঝাউবাগান এলাকায় অভিযান চালায় র্যাবের একটি বিশেষ দল। অভিযানে ডাকাত চক্রের ৪ সদস্য গ্রেফতার হয়, এবং তাদের কাছ থেকে ৪টি ছুরি, ২টি স্মার্টফোন, ১টি বাটন ফোন, একটি হাতঘড়ি ও ৩,১৬৫ টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তারা পর্যটকদের কাছ থেকে মোবাইল, টাকা ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র ছিনতাই করে এবং কখনো কখনো তাদের আটকে রেখে পরিবারের কাছে মুক্তিপণ আদায় করতো।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় মামলা দায়ের করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এ বিষয়ে র্যাব-১৫ আরও জানায়, তারা কক্সবাজারে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের গোয়েন্দা কার্যক্রম ও অভিযান অব্যাহত রাখবে।