এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন কর্তৃক শীতবস্ত্র বিতরণ

Spread the love

শাকিল হোসেন গাজীপুর কালিয়াকৈর প্রতিনিধিঃ

আজ রবিবার (১৭ নভেম্বর) কালিয়াকৈর উপজেলায় বিকাল ৩টায় এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন কেন্দ্রীয় কার্যকরী পরিষদ আয়োজনে সংগঠনের কেন্দ্রীয় দপ্তরে বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

কেন্দ্রীয় সহকারী নির্বাহী পরিচালক আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে উক্ত সভায় মাসব্যাপী বিশ্ব মানবাধিকার দিবস, মহান স্বাধীনতা দিবস ও শীতবস্ত্র বিতরণ কর্মসূচির প্রস্ততি সভা শুভ উদ্ভোধন করেন সংগঠনের কার্যকরী পরিষদ প্রধান নির্বাহী পরিচালক এম সোহেল আহমেদ।

সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় চেয়ারম্যান মোঃ দুলাল মিয়া, তিনি বলেন আজ বৈষম্যবিহীন কাজে অনেকে সুযোগ নেন না,একে অপরকে দূর্যোগে বিপদে কাছে রাখুন। আপনার অনুদানে শীতার্ত মানবতার অবদান রাখুন। বিগত সময়ের মত স্থানীয় প্রশাসনের সহায়তা নিন। বিত্তবান, সমাজপতি ও রাজনৈতিক সু শীলবরের সম্পৃক্ততা রাখুন আল্লাহ আপনার মঙ্গল করবেন। এ কাজে সম্মিলিত সহায়তার আহ্বান জানানো হয়। উপস্থিত ছিলেন গাজীপুর আন্চলিক পরিচালক সোহরাব হোসেন পিয়াস ও কালিয়াকৈর পরিচালক শাহিদুল ইসলাম, সেক্রেটারি শাহ আলম ও চন্দ্রা হকার্স কমিটি সভাপতি ইয়াকুব আলী সদস্য মোঃ ফিরোজ আহমেদ ও কামরুল হাসান প্রমুখ ।

বিশ্ব মানবাধিকার দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে সারাদেশব্যপী সকল শাখা কমিটির এ কাজে সকলে এগিয়ে আসতে বলা হয়!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *