গাজীপুরের সাবেক মেয়র আসাদুর রহমান কিরণ গ্রেফতার

Spread the love

শাকিল হোসেন,

কালিয়াকৈর গাজীপুর প্রতিনিধি:

গতকাল গাজীপুরের টঙ্গী পৌরসভার সাবেক কাউন্সিলর, সিটি করপোরেশনের কাউন্সিলর ও সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ যশোর ব্যাটালিয়ন বিজিবির হাতে গ্রেফতার হয়েছে।

আওয়ামীলীগের এক সময়ের দাপুটে ৫ আগষ্ট ক্ষমতার পট পরিবর্তন হলে এতদিন আত্মগোপনে ছিলেন। সম্প্রতি তিনি যশোর সীমান্ত দিয়ে ভারত পাড়ি দেওয়ার সুযোগের অপেক্ষায় ছিলেন। গোপন সংবাদে খবর পেয়ে যশোর বিজিবি তাকে আটক করেন।

জানা যায়, গাজীপুর সিটি করপোরেশনের প্রথম নির্বাচনে বিএনপির মনোনিত প্রাথী ও সাবেক ধর্ম মন্ত্রী এম এ মান্নান বিপুল ভোটে মেয়র নির্বাচিত হলে কিরণ সাবেক মেয়র এম এ মান্নান বিভিন্ন মিথ্যা মামলায় জেল খাটিয়ে ক্ষমতার দাপটে গাজীপুর সিটির কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র নির্বাচিত হন এবং অন্যায় ভাবে ক্ষমতার দাপট দেখিয়ে দীর্ঘ পাঁচ বছর গাজীপুর সিটির কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র থাকা অবস্থায় কোটি টাকা লুটপাট করেছে।

দেশে বিদেশে অটেল সম্পদের মালিক হয়েছে। ভারতে পালানোর সময় সেই কিরণকে আটক করেছে বিজিবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *