ঢাকা কলেজ প্রতিনিধি:
ঢাকা কলেজে এড. সাইফুল ইসলামের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে ।
বুধবার (২৭ নভেম্বর) বাদ যোহর ঢাকা কলেজের কেন্দ্রীয় মসজিদের সামনে জানাজার নামায অনুষ্ঠিত হয়। এ সময় জানাজায় অংশগ্রহণ করেন ঢাকা কলেজের অধ্যক্ষ এ. কে.এম ইলিয়াস এবং অসংখ্য সাধারণ শিক্ষার্থীরা।
এর আগে, সাইফুল ইসলামের হত্যাকাণ্ডের ঘটনায় রাত ১০ টায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ঢাকা কলেজের সাধারণ শিক্ষার্থীরা।
উল্লেখ্য যে, চট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সঙ্গে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস অনুসারীদের সঙ্গে সংঘর্ষের সময় এড.সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়।
তিনি সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি)। সাইফুল লোহাগাড়ার চুনতি এলাকার জামাল উদ্দিনের ছেলে।