দেলোয়ার হোসাইন সাঈদী:
কক্সবাজারের একমাত্র বেসরকারী বিশ্ববিদ্যালয় কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটিতে গঠিত হলো ‘সিবিআইইউ জার্নালিস্ট সোসাইটি (সিজেএস)’।
আজ ০৪ ডিসেম্বর দেশের বিভিন্ন মিডিয়ায় কর্মরত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত জার্নালিস্ট ক্লাব ‘সিবিআইইউ জার্নালিস্ট সোসাইটি (সিজেএস ‘।
শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী হাফেজ মোহাম্মদ নুর।
এতে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও সিনিয়র সাংবাদিক, বিশিষ্ট কলামিস্ট মুহাম্মদ হামিদুর রহমান।
বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের সমন্বয়ে কমিটি ঘোষণা করেন সিবিআইইউ জার্নালিস্ট সোসাইটির কো-অর্ডিনেটর ও বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক (পিআর এন্ড মিডিয়া) সিনিয়র সাংবাদিক ইমাম খাইর।
১৩ সদস্যের কমিটিতে তাহজীবুল আনাম সভাপতি, আসিফুজ্জামান সাজিন সাধারণ সম্পাদক, মুহাম্মদ হেলাল উদ্দিন অর্থ সম্পাদক ও তাওহিদুল ইসলাম ফারহাদ সাংগঠনিক সম্পাদক এবং এনামুল হক প্রচার সম্পাদক নির্বাচিত হয়েছে।
এতে আরো উপস্থিত ছিলেন মোরশেদ, রোকসানা সুমি, এনামুল হক, আব্দুল্লাহ আল ফায়সাল, দেলোয়ার হোসাইন সাঈদী, মোহাম্মদ নুর, সাজ্জাদ।
পরবর্তীতে উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি জার্নালিস্ট সোসাইটিকে পাকাপোক্ত করতে উপদেষ্টা হিসেবে নির্বাচিত করা হয় উক্ত বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ হামিদুর রহমান ও ইংরেজি বিভাগের শিক্ষক আদিল ইলাহিকে।
নতুন নেতৃত্ববৃন্দ উক্ত সংগঠনকে একটি আদর্শ ও জনবান্ধব সংগঠন হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।