রংপুরের ৫টি আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা

Spread the love

আল আমিন ইসলাম, রংপুর প্রতিনিধি:

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে তারা। ইতোমধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিংহভাগ সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে দলটি। সেই ধারাবাহিকতায় রংপুরের ৬টি সংসদীয় আসনে জামায়াতের প্রাথমিকভাবে ৫ জন প্রার্থীর নাম প্রাথমিকভাবে ঘোষণা করা হয়েছে।

তবে রংপুরের ৬টি আসনের মধ্যে শুধু মাত্র তারাগঞ্জ-বদরগঞ্জ রংপুর-২ আসনে এখনও প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। ওই আসনে অল্প সময়ের মধ্যে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন জামায়াতের পক্ষ থেকে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাতে প্রার্থীদের নাম ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর জেলা জামায়াতের আমীর গোলাম রব্বানী।

তিনি জানান, সারাদেশের মতো রংপুরের ৬টি আসনের মধ্যে ৫টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। এরমধ্যে তারাগঞ্জ-বদরগঞ্জ রংপুর-২ আসনে এখনও প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি।
আসন অনুযায়ী প্রাথমিকভাবে ঘোষিত প্রার্থীরা হলেন, গংগাচড়া ও সিটি কর্পোরেশনের আংশিক নিয়ে রংপুর-১ আসনে প্রার্থী মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যাপক রায়হান সিরাজী। তিনি এর আগে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী পদে ছিলেন। রংপুর সদর-৩ আসনে ঘোষিত প্রার্থী জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহবুবার রহমান বেলাল। পীরগাছা-কাউনিয়া রংপুর-৪ আসনের প্রার্থী রংপুর মহানগর জামায়াতের আমীর এটিএম আজম খান। মিঠাপুকুর রংপুর-৫ আসনের জন্য প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে রংপুর জেলা জামায়াতের আমির গোলাম রব্বানীকে। এর আগে তিনি মিঠাপুকুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। রংপুর পীরগঞ্জ-৬ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামির দলীয় সংসদ সদস্য প্রার্থী হিসেবে সহকারী অধ্যাপক মাওলানা মো. নুরুল আমিনের নাম ঘোষণা করা হয়েছে। মাওলানা মো. নুরুল আমিন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং পীরগঞ্জ সিনিয়র ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক।

তারাগঞ্জ-বদরগঞ্জ রংপুর-২ আসনে এখনও প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। তবে অল্প সময়ের মধ্যে ঘোষণা করা হবে।

রংপুর জেলা জামায়াতের আমীর গোলাম রব্বানী বলেন, এটা দলের প্রাথমিক বাছাই। নির্বাচনের তফশিল ঘোষণা হলে কেন্দ্রীয়ভাবে প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। তবে একটি সংসদীয় আসনের প্রার্থী এখন ঘোষণা করা হয়নি। অল্প সময়ের মধ্যে সেখানে প্রার্থীর নাম ঘোষণা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *