আল আমিন ইসলাম, রংপুর প্রতিনিধি:
গতকাল ২৪ ফেব্রুয়ারি সকাল দশটায় নাগদাহ্ (ছিদাম বাজার) হেযবুত তওহীদ নিষিদ্ধ সংগঠনের সাথে স্থানীয় লোকদের সংঘর্ষ হয়। আহত হয় প্রায় ১৪ জন সাধারণ এলাকাবাসী।
হেযবুত তওহীদ সংগঠনটি অক্ষর জ্ঞানহীন সাধারণ মানুষকে ইসলামের বিষয়ে ভুল বুঝিয়ে কোরআন-হাদিস বিরোধী কর্মকাণ্ড করে। হযরত মোহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তি করে। গত পনেরো বছর থেকে সংগঠনটি এলাকায় এসব ধর্মবিরোধী কাজ করে আসছে। এতে এলাকার মানুষ খুবই ক্ষিপ্ত তাদের উপর।
আজকে তারা খোলামেলা ভাবে প্রশাসনের অনুমতি ব্যতীত তাদের জেলার সমাবেশ করা অবস্থায় স্থানীয় লোকেরা বাধা দিলে, হেযবুত তওহীদের কর্মীরা লাঠি, অস্ত্র এবং বিভিন্ন দেশীয় অস্ত্রসহ সাধারণ মানুষের উপর হামলা করে। এতে ১৪ জন সাধারণ মানুষ আহত হয় এবং দুইজনকে কুপিয়ে চরম আহত করে। হেযবুত তাওহীদের পক্ষের চারজন আহত হয়। এক পর্যায়ে এলাকার লোকজন ক্ষিপ্ত হয়ে তাদের উপরে লাঠি সোটা নিয়ে আক্রমণ করে। অতঃপর তারা পালিয়ে যেতে বাধ্য হয়।
উক্ত ঘটনাটি সামাল দিতে রংপুরের পীরগাছা উপজেলার মাননীয় টিএনও মোঃ নাজমুল হক সুমন উপস্থিত থেকে ঘটনাটা সামাল দেন। তাছাড়াও আরো উপস্থিত ছিলেন অত্র থানার ওসি। উপজেলা চেয়ারম্যান সহ স্থানীয় সরকার বিভাগের দায়িত্বশীল ব্যক্তিবর্গ।
এক পর্যায়ে সেনাবাহিনী সহ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা পরিস্থিতি ঠান্ডা করেন। এখনো এলাকাটিতে পুলিশ টহলে আছেন। সাধারণ তৌহিদী জনতার ধর্ম অনুভূতিতে আঘাত লাগার কারণে এমন ঘটনার সৃষ্টি হয়।